প্রথমে আপনি আনসার ব্যাটালিয়ন এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে “ব্যাটালিয়ন আনসার পদের জন্য আবেদন” তে ক্লিক করলে নিম্নের মতো স্ক্রিন আসবে। আপনার নিম্নের ছবি গুলো দেখে আবেদন করতে পারেন।
নিম্নে আপনাদের সুবিধার জন্য ওয়েবসাইটের লিংক ও সরাসরি আবেদনের লিংক দেওয়া হলোঃ
ওয়েবসাইট লিংক:
সরাসরি আবেদন করার লিংক-
“ব্যাটালিয়ন আনসার পদের জন্য আবেদন” তে ক্লিক করলে আপনি নিম্নের মতো একটি পেজ পাবেন।
এবার “ব্যাটালিন আনসার” তে ক্লিক করুন।
ব্যাটালিন আনসার” তে ক্লিক করলে নিম্নের মতো পেজ পাবেন-
এবার আবেদন করুন ক্লিক করুন-
টাকা পেমেন্ট করার পর আপনার কাছে অর্থাৎ “আবেদন কারীর মোবাইল নাম্বার” এর স্থলে যে মোবাইল নম্বর দিয়েছেন সেই মোবাইলে একটি এস এম এস যাবে যাতে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে। সেটা দেখে লগ ইন করুন।
এর পর আপনার কাছে একটি আবেদন ফরম আসবে যেখানে আমার কিছু তথ্য চাইবে যা আপনি খুবই সর্তকতার সাাথে পূরণ করবেন। কারণ একবার ভুল হলে আর সংশোধন করার সুযোগ নেই।
Submit করার পর প্রবেশ পত্র টি সংরক্ষণ করুন বা প্রিন্ট করুন।
পরিশেষে সবার কছে একটি আবেদন বা অনুরোধ রইল , আমার দেওয়া তথ্য কতটুকু আপনাদের উপকারে লাগল তা জানিয়ে যাবেন ,এতে আমাদের উৎসাহ বাড়ে এবং ভুল গুলো শুরিয়ে নিতে পারি। সাথে আরও তথ্য লাগলে আমার কাছে জিজ্ঞাসা করতে পারেন আমি আপনাদের সহযোগিতা করব আমার পক্ষ থেকে যতটুকু সম্ভ।